ইস্তানবুল, ১৪ নভেম্বর (হি.স.): তুরস্কের রাজধানী ইস্তানবুলে আত্মঘাতী বিস্ফোরণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এমনটাই জানিয়েছেন তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু। মন্ত্রী এই বিস্ফোরণের জন্য দায়ী করেছেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-কে (পিকেকে)। রবিবার বিকেলে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল তুরস্কের রাজধানী ইস্তানবুল। ব্যস্ত শহরের রাজপথে আচমকাই বিস্ফোরণ ঘটে। ৬ জনের মৃত্যু হয়েছে সেই হামলায়। আহত হয়েছেন অন্তত ৫৪ জন।
এর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন, এই হামলার নেপথ্যে “একজন মহিলা” দায়ী। আর সোমবার তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, ইস্তানবুলে আত্মঘাতী বিস্ফোরণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই হামলার নেপথ্যে দায়ী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। প্রসঙ্গত, বিস্ফোরণের সময় ইস্তানবুলের রাস্তা বেশ জনবহুল ছিল। অনেকেই রাস্তায় বেরিয়েছিলেন। মৃদু চালে রাস্তায় হাঁটছিলেন তাঁরা। হঠাৎ দূরে দেখা যায় বিশাল আগুনের গোলা। সেই সঙ্গে বিস্ফোরণের তীব্র আওয়াজ।