ভাঙড়, ১৩ নভেম্বর (হি.স.) : পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম ভাঙড়ের তৃণমূল নেতা। বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দিলেন ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। গতকাল কর্মিসভায় তৃণমূল প্রধান মোদাস্সর হোসেন দাবি করেন, পঞ্চায়েতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তার আগে বিরোধীদের মাথায় না মেরে, হাঁটু ও পশ্চাদ্ দেশে মারার বিধান তৃণমূল নেতার। শনিবার ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আর সামনেই বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন মোদাসসর। একই সঙ্গে বুথে বুথে তৃণমূলের গুন্ডাবাহিনী তৈরি রাখার নির্দেশ দেন তিনি।
শনিবার ভোগালি গ্রামে এক কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাস্সরকে বলতে শোনা যায়, “এলাকায় আইএসএফ রাতে খানা, ডোবার ধারে বৈঠক করছে। তাদের ধরতে হবে। সব জায়গায় নজর রাখতে হবে। প্রত্যেক ২টি বুথ পিছু একটা করে কমিটি তৈরি করতে হবে। কমিটিতে থাকবে ২০ থেকে ৪০ জন ছেলে। কোথাও ওরা বৈঠক করছে শুনলেই চেপে ধরতে হবে। কয়েক জায়গায় চেপে ধরলে ওদের বৈঠক করা বন্ধ হয়ে যাবে।” এরপরই দলের কর্মীদের বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন তিনি। বলেন, “হাঁটুতে মারবে। মাথায় মারলে মাথা ফেটে রক্ত বেরোবে। রক্ত বেরোলে পুলিশ মামলা করবে। সেটা কি জানো না? যে ভাবে বলছি সে ভাবে চলবে।”
গতকাল ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর সামনেই বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন তৃণমূল প্রধান। এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। আর ফের একবার বিরোধীদের মারার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন।-