ভেলোর জেল থেকে মুক্ত রাজীব গান্ধী হত্যার দোষী নলিনী শ্রীহরন

ভেলোর, ১২ নভেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার ছয় আসামির মধ্যে একজন নলিনী শ্রীহরন শনিবার ভেলোর জেল থেকে মুক্তি পেয়েছেন। নলিনীর স্বামী ভি শ্রীহরন ওরফে মুরুগান, সানথান, রবার্ট পায়াস এবং জয়কুমার শ্রীলঙ্কান এবং নলিনী এবং আরপি রবিচন্দ্রন তামিলনাড়ুর বাসিন্দা।

শুক্রবার সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যা মামলায় প্রায় তিন দশক ধরে যাবজ্জীবন কারাবাসে থাকা নলিনী শ্রীহরন এবং অন্য পাঁচজন বাকি দোষীদের মুক্তি দিয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত নলিনী শ্রীহরন ভেলোর জেল থেকে মুক্তি পাচ্ছেন।

এরআগে কাটপাডি থানায় স্বাক্ষর করতে পুলিশ তাকে নিয়ে যায়। বিকেলে তাকে ভেলোর কারাগারে নিয়ে যাওয়া হয় তার মুক্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য। একইভাবে, সুপ্রিম কোর্টের আদেশের অনুলিপি পুজল এবং মাদুরাই কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল যেখানে বাকি ব্যক্তিদের রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *