নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : ফের ভূমিকম্প নেপালে। ফের কম্পন অনুভূত দিল্লি-এনসিআর ও উত্তরাখণ্ডে। আজ শনিবার সন্ধে ৭.৫৭ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এই নিয়ে একই সপ্তাহে তিন বার ভূমিকম্প হল ভারতের এই প্রতিবেশি দেশে। নাশন্যাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে এবার ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তরাখণ্ডের জোশীমঠের দক্ষিণপূর্বে ২১২ কিমি দূরে।
প্রসঙ্গত, বুধবার ভোররাতে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। এনসিএস জানিয়েছে, নেপালে ১০ কিলোমিটার গভীরে ১.৫৭ টায় ভূমিকম্পটি হয়েছিল। ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশেপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। বুধবারের কম্পন নেপালে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ভূমিকম্প। এনসিএস অনুসারে, মঙ্গলবার ভোরে নেপালেও ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে ১৯ অক্টোবর কাঠমান্ডুর কাছে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এনসিএস অনুসারে, ভূমিকম্পটি কাঠমান্ডু থেকে ৫৩ কিলোমিটার পূর্বে দুপুর ২:৫২ টায় হয়েছিল। ভূমিকম্পের গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার।