কোয়েম্বাটুর বিস্ফোরণ মামলায় ৪৩টি ঠিকানায় এনআইএ-এর তল্লাশি, ধৃত ৬ অভিযুক্ত

চেন্নাই, ১০ নভেম্বর (হি.স.): কোয়েম্বাটুর গাড়ি বিস্ফোরণ মামলার তদন্তে তামিলনাড়ু ও কেরলের ৪৩টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার সকাল থেকে তামিলনাড়ু ও কেরলের ৪৩টি ঠিকানায় তল্লাশি অভিযান চালান এনআইএ আধিকারিকরা। এই ৪৩টি ঠিকানার মধ্যে রয়েছে কোয়েম্বাটুরের জি এম নগর ও এইচ এম পি আর স্ট্রিটও। আইএইএ জানিয়েছেন, বৃহস্পতিবার তামিলনাড়ুর চেন্নাই, কোয়েম্বাটুর, তিরুভাল্লুর, থিরুপ্পুর, নীলগিরি, চেঙ্গলপাতু, কাঞ্চিপুরম এবং নাগাপট্টিনম এবং কেরালার পালাক্কড়ে ৪৩টি স্থানে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশির সময় সন্দেহভাজনদের বাড়ি থেকে ডিজিটাল ডিভাইস এবং অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

চলতি বছরের ২৩ অক্টোবর কোয়েম্বাটুরে গাড়ি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। একটি গাড়িতে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়। ২৩ অক্টোবর ভোররাতের ওই বিস্ফোরণে মৃত্যু হয় জামেশা মুবীন নামে একজনের। তামিলনাড়ুর পুলিশের সমন্বয়ে বৃহস্পতিবার সকাল থেকে তামিলনাড়ু ও কেরলের ৪৩টি ঠিকানায় তল্লাশি অভিযান চালান এনআইএ গোয়েন্দারা। কোট্টামেদু, পোনভিঝা নগর, রথিনাপুরী ও উক্কাদাম প্রভৃতি এলাকায় সন্দেহভাজনদের ঠিকানায় তল্লাশি চালানো হয়। এনআইএ জানিয়েছে, এই মামলায় এ পর্যন্ত ৬ জন অভিযুক্তকে করা হয়েছে। অভিযুক্তরা চাঞ্চল্যকর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে আইইডি তৈরির জন্য বিভিন্ন রাসায়নিক ও অন্যান্য উপাদান সংগ্রহের জন্য মৃত জেমেশা মুবিনের সাথে ষড়যন্ত্র করেছিল।