অসমের নলবাড়িতে রাস মহোৎসবে আসছেন বলিউড কমেডিয়ান আসরানি, আসার কথা হেমা মালিনীরও

গুয়াহাটি, ১০ নভেম্বর (হি.স.) : অসমের নলবাড়িতে রাস মহোৎসবে অংশগ্রহণ করতে আসছেন বলিউড অভিনেতা কমেডিয়ান আসরানি। ৮৯-তম নলবাড়ি রাস মহোৎসব গত ৭ নভেম্বর হরিমন্দির চত্বরে বর্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে শুরু হয়েছে। চলবে ১৩ দিনব্যাপী।

এই খবর দিয়ে ৮৯-তম নলবাড়ি রাস মহোৎসবের উদ্যক্তারা জানান, ইতিমধ্যে বলিউড অভিনেতা আসরানি আসবেন বলে সবুজ সংকেত দিয়েছেন। সবুজ সংকেত দিয়ে এক চিঠিতে অসম সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আগামী ১৫ নভেম্বর তিনি নলবাড়িতে চলমান রাস মহোৎসবে আসছেন। চিঠিতে আসরানি বলেন, তিনি রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে জয়ন্তমল্ল বরুয়ার (অসমের পর্যটনমন্ত্রী) কাছে, যিনি ৮৯-তম নলবাড়ি রাস মহোৎসবের সভাপতি। কেননা, এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, তাই তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আসরানি।

উদ্যোক্তারা আরও জানান, প্রবীণ বলিউড অভিনেত্রী হেমা মালিনী ১৪ নভেম্বর পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওই দিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁকে সঙ্গ দেবেন বলে আশা করা হচ্ছে।

এ বছরের রাস মহোৎসবের বিশেষ আকর্ষণ হল, ঐতিহ্যবাহী প্রতিমা রাসের সংমিশ্রণ এবং রাস পরিবেশন। নলবাড়ি রাস মহোৎসবে পরিবেশন করার জন্য বিশেষভাবে চারটি রাস যেমন মাজুলি রাস, মথুরা-বৃন্দাবন রাস, গুজরাটি ডান্ডিয়া রাস এবং মণিপুরের বসন্ত রাসলীলা প্রদর্শন করা হবে। ইতিমধ্যে এই কয়দিন বেশ কয়েকটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।