নির্বাচন দপ্তরের উদ্যোগে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।। গণতন্ত্রের ভিত কে মজবুত করতে নির্বাচন দপ্তরের যথেষ্ট ভূমিকা রয়েছে। এর জন্য চাই জনগণের সার্বিক অংশগ্রহণ। বিশেষ করে এই থিমকে সামনে রেখেই নির্বাচন দপ্তর ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আজ, বুধবার শহরে এক সাইকেল র‍্যালির আয়োজন করেছিল। রাজপথে ১৪ কিলোমিটার দূরত্বের সাইকেল র‍্যালিতে বিভিন্ন বয়সের প্রায় ৩ শতাধিক সাইকেল আরোহী অংশগ্রহণ করেন। সাইকেল আরোহীরা উমাকান্ত স্টেডিয়ামের সামনে থেকে সাইকেল রেলি শুরু করে। আগরতলা চিফ ইলেক্টরেল অফিসার এবং পশ্চিম জেলার জেলাশাসক পতাকা নেড়ে সাইকেল র‍্যালির সূচনা করেন। এই সাইকেল র‍্যালিতে অংশ নিয়ে বিভিন্ন বয়সের সাইকেল আরোহীরা রাস্তায় চলাচলের বিভিন্ন বিধি নিষেধ সম্পর্কেও জ্ঞাত হতে পেরেছে। পাশাপাশি জনগণের সার্বিক অংশগ্রহণে যে এক মজবুত গণতান্ত্রের ভিত গড়া যায়, সেই সম্পর্কেও সম্যক ধারণা নিতে পেরেছেন।