ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। দেশের রাজধানীতে পৌঁছলেন ঋদ্ধিমান সাহা-র নেতৃত্বে ত্রিপুরা দল। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে অংশ নিতে। প্রস্তুতির পাশাপাশি ওই রাজ্যের আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতেই প্রায় ১ সপ্তাহ আগে রাজ্যদলকে দিল্লিতে পাঠিয়ে দিলেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। শনিবার বিকেলের বিমানে দিল্লি গেলেন মণিশঙ্কর-রা। রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের ক্রিকেটারদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য সংস্থার সচিব তাপস ঘোষ, সহসভাপতি তিমির চন্দ এবং কার্যকরি সদস্য অলক ঘোষ। সংস্থার সহসভাপতি তিমির চন্দ গোটা দলের সঙ্গে কথাও বলেন। ত্রিপুরা দলের প্রতিটি ক্রিকেটারকে যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। ভালো ফলাফল করে ফিরে আসা নিয়ে গোটা দলই আত্মবিশ্বাসী। এবারের আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন পেশাদার তথা ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ডেপুটি হিসাবে থাকবেন রজত দে। দলনায়ক ঋদ্ধিমানও মনে করেন, আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আমরা সবাই যদি নিজেদের খেলাটা খেলতে পারি তাহলে ,সাফল্য পাবোই। আসরের প্রথম তিনটি ম্যাচের জন্য ত্রিপুরা দল ঘোষনা করা হয়েছিলো বৃহস্পতিবার। আসরে ১২ নভেম্বর উত্তর প্রদেশ, ১৩ নভেম্বর হায়দরাবাদ, ১৫ নভেম্বর চন্ডিগড়, ১৭ নভেম্বর হিমাচল প্রদেশ, ১৯ নভেম্বর গুজরাট,২১ নভেম্বর সৌরাষ্ট এবং ২৩ সেপ্টেম্বর মনিপুরের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। ঘোষিত ত্রিপুরা দল:ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), রজত দে (সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, মণিশঙ্কর মুড়াসিং, রাণা দত্ত, অজয় সরকার,বিশাল ঘোষ, পারভেজ সুলতান, চিরঞ্জীৎ পাল, উদীয়ান বসু, জয়দীপ বনিক, অমিত আলি, সঞ্জয় মজুমদার, জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ সরকার, কৃতিদীপ্ত দাস, সম্রাট সিনহা, সুদীপ চ্যাটার্জি এবং দীপক ক্ষাত্রী। ম্যানেজার: সুমন্ত দেবরায়, কোচ ভাস্কর পিল্লাই, সহকারি কোচ:কিশোর মুহুরী, দেবব্রত চৌধুরি, ট্রেণার: অবিনভ শঙ্কর নারায়ন, ফিজিও: রবীন্দ্র কুমার,থ্রো ডাউন স্পেশালিস্ট: এ জয়ন্ত অশোক, মেসার: বিশাল দিক্ষিত এবং ভিডিও অ্যানালাইসিস: অভিজিৎ চক্রবর্তী।
2022-11-05