সততার পরিচয় দিলেন এক অটো চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷  বহিঃরাজ্য থেকে আসা যাএীর হারানো জিনিস ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিয়েছে রাজ্যের এক অটো চালক৷ সততার পরিচয় দিয়েছে এক  অটো চালক৷ অটো চালকের নাম সমীর দাস৷তার বাড়ি যোগেন্দ্রনগর আড়ালিয়া দত্ত পাড়ায়৷ঘটনার বিবরনে জানা যায়, আসাম থেকে আসা এক ব্যক্তি সমীর দাস  অটো দিয়ে আমতলী থেকে চন্দ্রপুর আসার সময় ভুলবশত অটোর মধ্যে একটি ব্যাগ ফেলে রেখে চলে যায়৷ ওই ব্যাগে ছিলো দামি ক্যামেরা সহ বেশ কিছু সামগ্রী৷  তখনই অটো চালক সমীর তাঁর  সততায় পরিচয় দিয়ে আগরতলা পূর্ব থানায় ব্যাগটি নিয়ে   যায়৷ এদিকে ব্যাগ হারিয়ে দিশেহারা বহিঃরাজ্য থেকে ব্যক্তি শেষে থানায় যান অভিযোগ জানাতে৷ কিন্তু গিয়ে দেখেন তাঁর হারানো জিনিস সহ ব্যাগ থানাতেই আছে৷ পুলিশ ক্যামেরা ব্যাগ সহ যাবতীয় জিনিস তুলে দেন ওই ব্যাক্তির হাতে৷ কিন্তু যার জন্য বহিঃরাজ্যের ওই ব্যক্তি তার হারানো ব্যাগ সহ দামী ক্যামেরা পুনরায় ফিরে পেয়েছেন, সেই অটো চালক সমীর দাসকে পূর্ব থানার  ও সি রানা চ্যাটার্জি ডেকে এনে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিলেন৷ পূব থানার ওসি জানিয়েছেন , সমীর দাসের  সততার জন্য তাঁকে আমরা সংবর্ধনা দিয়েছি   এবং  সে একজন সচেতন নাগরিকের হিসেবে পরিচয় দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *