হায়দরাবাদ, ৩১ অক্টোবর (হি.স.): গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জিতবে। দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেছেন, মাটিতে নয় আকাশে রয়েছে আম আদমি পার্টি (আপ)। সোমবার তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার কোথুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, “গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জিতবে। আম আদমি পার্টি (এএপি) কেবলমাত্র বিজ্ঞাপনের ভিত্তিতে রাজ্যে গুঞ্জন তৈরি করেছে এবং মাটির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।”
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, গুজরাটে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষমতা-বিরোধীতা রয়েছে। “কংগ্রেস গুজরাট নির্বাচনে কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপ শুধু হাওয়ায়, মাটির সঙ্গে সম্পর্ক নেই তাঁদেরই। কংগ্রেস গুজরাটে একটি দৃঢ় দল।” এসবই এদিন বলেছেন রাহুল গান্ধী।