সিডনি, ২৯ অক্টোবর (হি.স.) : শ্রীলঙ্কাকে উড়িয়ে টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের পথে এগিয়ে গেল নিউজিল্যান্ড। শনিবার সিডনিতে গ্লেন ফিলিপসের দুরন্ত সেঞ্চুরি, ট্রেন্ট বোল্টের ১৩ রানে ৪ উইকেটের অবিশ্বাস্য স্পেলে ৬৫ রানে জিতল কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড।
সেখান থেকে কিউই উইকেটকিপার-ব্যাটার গ্লেন ফিলিপস ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলে দলকে ভাল জায়গায় নিয়ে যান। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৭ উইকেটে ১৬৭। জবাবে ব্যাট করতে নেমে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মাত্র ১০২ রানে অল আউট হয়ে যায়। কিউই পেসারদের সামনে শ্রীলঙ্কার ব্যাটাররা একেবারে অসহায় আত্মসমপর্ণ করেন। মাত্র ৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ছিল লঙ্কান ব্যাটাররা। তারপর ২৪ রানের মধ্যে ৫ উইকেট হারায় লঙ্কা। শেষ পর্যন্ত অধিনায়ক দাসুন শনকা (৩৫), ভানুকা রাজাপাক্ষে (৩৪)-র জন্য ১০০ রানের গণ্ডি টপকায় শ্রীলঙ্কা।
৩ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ড সুপার-১২ গ্রুপ ১-এ এখন গ্রুপ শীর্ষে। কিউইদের বাকি থাকল আর মাত্র দুটো ম্যাচ-১ নভেম্বর, ইংল্যান্ডের বিরুদ্ধে আর ৪ নভেম্বর, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এই গ্রুপে ৩ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। আর দু পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।