ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। অনুর্ধ্ব-২৫ ক্রিকেটারদের দুভাগে বিভক্ত করে শনিবার এক প্ৰস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হলো এমবিবি স্টেডিয়ামে। এতে টিসিএ গ্রীন বনাম টিসিএ ব্লু দুটো দল একে অপরের মুখোমুখি হয়। প্রথমে টিসিএ ব্লু দল ব্যাট করে ৪৭.৪ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ২৪০ রান। ব্যাট হাতে দলের পক্ষে পল্লব দাস সর্বাধিক ৪৬ রান করেন। এছাড়া কিষান মুড়া সিং ৩৫, অরিন্দম বর্মন ২৭, বিজয় বিশ্বাস এবং সুজিত চন্দ্র দেব ২৪ রান করেন। বল হাতে টিসিএ গ্রিনের পক্ষে লক্ষণ পাল তিনটি এবং দুটো করে উইকেট দখল করে শাহরুখ হোসেন ও অভিজিৎ দেব বর্মারা। পাল্টা খেলতে নেমে টিসিএ গ্রীন দল ২৩.৪ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৯৮ রানই করতে সক্ষম হয়। ব্যাটে সৌরভ সাহানি ৫৪ এবং লক্ষণ পাল উল্লেখযোগ্য মেজাজে ১৮ রান করে। এছাড়া আর কেউই ভরসা যোগাতে পারে নি। বল হাতে একা অর্জুন দেবনাথ ৯ রানে ৪ টি উইকেট ভাঙে টিসিএ ব্লু দলের হয়ে। সুবাদে ১৪২ রানের বিশাল ব্যবধানে জয় হাসিল করে নিল টিসিএ ব্লু দল।
2022-10-29

