ঔরঙ্গাবাদ, ২৯ অক্টোবর (হি.স.): ছটপুজোর প্রস্তুতির মধ্যেই বিহারের ঔরঙ্গাবাদ জেলায় আগুন লাগল একটি বাড়িতে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ভয়াবহ রূপ নেয়। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তবে, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, অনিল গোস্বামীর পরিবারের সদস্যরা শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ বাড়িতে ছটপুজোর জন্য রান্না করছিলেন। বাড়িতে তিনি দোকানও চালান।
ভোররাতে আচমকাই বাড়িতে আগুন লাগে, খবর দেওয়া হয় দমকলে। এদিকে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন আরও ছড়িয়ে পড়ে। অনিল গোস্বামী জানিয়েছেন, আমরা ছট পুজোর প্রস্তুতি করছিলাম, আমার স্ত্রী খাবার তৈরি করছিল। সেখানে একটি সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আমার দোকানে হঠাৎ আগুন লেগে যায়। আমার পরিবারের সদস্যরা আহত হয়েছে। কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।