দেশের প্রতিটি গ্রামে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানকে অগ্রাধিকার দিয়েছেন মোদীজি : রাজনাথ সিং

লেহ, ২৮ অক্টোবর (হি.স.): জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি গ্রামে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার লাদাখের লেহ-তে দেশের শেষ গ্রাম শ্যক থেকে বর্ডার রোড অর্গানাইজেশনের ৭৫টি বিভিন্ন প্রকল্প দেশকে উৎসর্গ করে একথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৪৫টি সেতু, ২৭টি রাস্তা এবং দু”টি হেলিপ্যাড প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রী লাদাখে একটি কার্বন-নিরপেক্ষ আবাসিক কমপ্লেক্স এবং দু”টি হেলিপ্যাডও উদ্বোধন করেন।প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, দেশবাসীর জীবনযাত্রার মান উন্নীত করার লক্ষ্যে প্রতিটি গ্রামে মৌলিক সুযোগ-সুবিধা প্রদানকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির কারণে দেশের এই অংশে উন্নয়ন পৌঁছতে পারেনি। তিনি বলেন, এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এখন উন্নয়নের পথে অগ্রসর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *