বিশালগড়, ২৭ অক্টোবর : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারো বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। সিপাহিজলা জেলায় এন সি নগরে বিশালগড় থানার পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনী ৫০ কানি জমিতে গাঁজা গাছ ধ্বংস করেছে।
সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিআইবি) মানবেন্দ্র চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত টানা কয়েকঘন্টা যাবৎ বিশালগড় থানার অন্তগত নেহালচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাবার বাগানে অভিযান চালানো হয়েছে। তাতে প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।
তাঁর বক্তব্য, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গাজা বাগানটি ধ্বংস করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা ও সিআরপিএফ ৭১ ব্যাটেলিয়ানের যৌথ অভিযানে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। গাছগুলির বাজার মুল্য ১ লাখ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
তাঁর দাবি, দীঘদিন ধরে বন দপ্তরের জমিতে চাষীরা অবৈধভাবে গাজা চাষ করছিলেন। চলতি বছরে সিপাহীজলা জেলায় সবচেয়ে বড় গাঁজা চাষ বিরোধী অভিযান বলে দাবি করেন তিনি। এধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন সিপাহিজলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার।