ইকো-ট্যুরিজমের লক্ষ্যে প্রয়াস, ৪টি কৃত্রিম জলপ্রপাতের সূচনা করলেন ভি কে সাক্সেনা

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): আসোলা ভাটি খনি এলাকায় ৪টি কৃত্রিম জলপ্রপাতের উদ্বোধন করেছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। এই এলাকাটিকে ইকো-ট্যুরিজমের হাব হিসেবে উন্নীত করার লক্ষ্যে এই ৪টি কৃত্রিম জলপ্রপাতের উদ্বোধন করেছেন ভি কে সাক্সেনা। এদিন দিল্লির উপ-রাজ্যপাল বলেছেন, বিভিন্ন সংস্থার কঠোর পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। দিল্লিতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে বিভিন্ন প্রকল্প তৈরি করা যেতে পারে।

দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা আরও বলেছেন, এই এলাকাটি দিল্লির পর্যটন স্থানের সঙ্গে যুক্ত হল। এখানে ভাটি খনি এলাকায় একটি ৪ কিলোমিটার ট্রেকিং ট্র্যাক তৈরি করা হয়েছে। আগামী দিনে এখানে একটি রেস্টুরেন্টও খোলা হবে। যোগাযোগ বাড়াতে ইলেকট্রিক বাসের ব্যবস্থা করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *