নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): দীপাবলি শেষ হতেই যমুনা নদী ভরে উঠল বিষাক্ত ফেনাতে। যার ফলে পরিবেশ দূষণ নিয়ে চিন্তায় পরিবেশবিদরা। বৃহস্পতিবার সকালে দিল্লির কালিন্দি কুঞ্জের কাছে যমুনা নদী ভরে উঠল বিষাক্ত ফেনাতে। আর একদিন পর থেকে শুরু হবে ছট পুজোর উৎসব। তার আগে এই দূষণ নিয়ে চিন্তিত পরিবেশবিদরা।
বৃহস্পতিবার সকালে দিল্লির কালিন্দি কুঞ্জের কাছে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়। নৌকায় সেই ফেনা পরিষ্কারের কাজ চলে। ছটপুজোর আগে যমুনার ঘাট পরিষ্কারের কাজ চলছে এখন। দিল্লির বাতাসে এমনিতেই বহিছে বিষ! তার উপর বিষাক্ত ফেনা আরও চিন্তা বাড়াচ্ছে।