হারদোই, ২৭ অক্টোবর (হি.স.): জমি সংক্রান্ত বিবাদের জেরে উত্তর প্রদেশের হারদোই জেলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন বাবা ও ছেলে। লাঠি দিয়ে মারধর করা হয়েছে ওই পরিবারের সদস্য আরও ৩ জনকে। হারদোই জেলার ভাদাইচা গ্রামের ঘটনা।
পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, কোতয়ালি থানার অন্তর্গত ভাদাইচা গ্রামে দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল অনেকদিন ধরে। বুধবার ঝামেলা হয় দুই পরিবারের মধ্যে। বাবু সিংয়ের বাড়ির বাইরে বসে থাকা কয়েকজনের সঙ্গে গুড্ডু সিংয়ের পরিবারের সদস্যদের বচসা শুরু হয়। বচসা থেকে ঝামেলা আরও চরমে পৌঁছয়।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, বচসার মধ্যেই গুড্ডু সিং নিজের রাইফেল নিয়ে ঘটনাস্থলে আসে এবং ৫ রাউন্ড গুলি চালায়। মৃত্যু হয় বাবু সিং ও তাঁর ছেলে লাকির। এছাড়াও বাবু সিংয়ের পরিবারের ৩ জন সদস্যকে লাঠি দিয়ে মারধর করে গুড্ডু সিং ও তার পরিবারের সদস্যরা। পুলিশ গুড্ডু সিংকে গ্রেফতার করেছে ও তার রাইফেল বাজেয়াপ্ত করেছে।