রাজ্যকে কটাক্ষ বিরোধী দলনেতার

দক্ষিণ ২৪ পরগণা, ২৬ অক্টোবর (হি. স.) : সোনারপুরের রাধানগরে স্থানীয় ক্লাবের উদ্যোগ রক্তদান শিবির অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে শব্দবাজি বন্ধ হলেও বোমাবাজি বন্ধ হয়নি বলে অভিযোগ তাঁর।

পাশাপাশি এনসিসি ফান্ড বন্ধ নিয়ে রাজ্য সরকারকে দেউলিয়া বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, “শুধু এনসিসি ফান্ড নয়, আরও অনেক কিছুর ফান্ড বন্ধ আছে। সিভিল ডিফেন্সের কর্মীরা ৬ মাস ধরে বেতন পাচ্ছে না৷ প্রধানমন্ত্রীর পাঁচ কিলো চাল ছাড়া আর কোথায় কী পাচ্ছে? আর কিছুদিন পরে সরকারি কর্মীদের বেতন দিতে পারবে না।”

ডিএলএড কলেজে ভর্তি নিয়ে কমিশনের প্রশ্নের জবাবে ৭৫/২৫ শতাংশ ভাগ আছে বলে তিনি অভিযোগ করেন। “২৫ শতাংশ মানিক ভট্টাচার্য পেতেন ও ৭৫ শতাংশ শান্তিনিকেতনে যেত”, দাবি শুভেন্দুবাবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *