ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। চ্যাম্পিয়ন হলো দিগন্ত রায় এবং অর্শিয়া দাস। রাজ্য অনূর্ধ্ব-১৫ দাবা প্রতিযোগিতায়। এন এস আর সি সি-র যোগা হলঘরে হয় আসর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। তাতে বালক বিভাগে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলেন দিগন্ত রায় এবং দেবাঙ্কুর ব্যানার্জি। শেষে ভোকলসে দেবাংকুরকে পেছনে ফেলে রাজ্য সেরা হয় দিগন্ত। দুজনই অপরাজিত ভাবে রাজ্য সেরা এবং রানার্স হয়। ৪ পয়েন্ট পেয়ে ভোকলসে তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করে যথাক্রমে অগ্রজিৎ পাল এবং শাক্য সিংহ মোদক। বালিকা বিভাগে প্রত্যাশিতভাবেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিষ্ময় বালিকা অর্শিয়া দাস। ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে। ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির অদৃজা দেবনাথ এবং একান্তিকা সরকার। আড়াই পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার রাধিকা মজুমদার। খেলা পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2022-10-25