নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ রাতের আধারে এক ব্যক্তির সেগুন বাগান থেকে ৭৮ টি সেগুন গাছ কেটে ফেলে দেয় দুষৃকতিরা৷ ঘটনা শনিবার গভীর রাতে চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকায়৷ সেগুন বাগানের মালিক জানান আনুমানিক ১৪ মাস পূর্বে তিনি প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা খবর করে দুই কানি জায়গায় ১২৫ টি সেগুন গাছের চারা লাগিয়েছিলেন৷ কিন্তু শনিবার রাতে দুষৃকতিরা ১২৫ টি সেগুন গাছের চারার মধ্যে ৭৮ টি চারা কেটে ফেলেছে৷ রবিবার সকালে ওনার ছেলে সেগুন বাগানে এসে ঘটনা প্রত্যক্ষ করে৷ তারপর সেগুন বাগানের মালিক ঘটনার বিষয়ে স্থানীয়দের জানান৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷
2022-10-23