ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। নর্থ-ইস্ট অলিম্পিক গেমস ২০২২ অনুষ্ঠিত হচ্ছে শিলংয়ে। আগামী ১০ থেকে ১৬ নভেম্বর, সাত দিনব্যাপী এই পূর্বোত্তর অলিম্পিক গেমসে ত্রিপুরা থেকে ২৮৩ জনের একটি দল এতে অংশগ্রহণ করবে বলে প্রস্তুতি শুরু হয়েছে। ত্রিপুরার খেলোয়াড় হিসেবে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, জুডো, বক্সিং, ফুটবল, ক্যারাটে, তাইকুন্ডু, টেবিল টেনিস, উশু, ওয়েট লিফটিং, রেসলিং, সুইমিং এবং টেনিসে মোট ২৮৩ জনের দল গঠন করা হচ্ছে। আগামী ২৪ অক্টোবরে রাজ্য দলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে। পিআরটিসি, বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ডের ভিত্তিতে ত্রিপুরার প্রতিভাবান উপযুক্ত খেলোয়ারদের নিয়েই এই দল গঠন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে।
2022-10-21