খোয়াইয়ে সোনাতলা বাজারে আগুনে পুড়ল তিনটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ খোয়াই মহাকুমা সোনাতলা বাজারে বিধবংসী আগুন৷ পুড়ে ছাই তিনটি দোকান৷  ব্যাপক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা৷ জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে এক বিধবংসী অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় খোয়াই থানাধীন সোনাতলা বাজারে৷ পুড়ে যাওয়া দোকান তিনটি মধ্যে একটি মিষ্টির দোকান, স্টেশনারি দোকান, অপরটি ব্রয়লার মোরগের দোকান ছিল৷ অগ্ণিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে৷ ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাত আনুমানিক বারোটা নাগাদ সোনাতলা বাজার সংলগ্ণ স্থানীয়রা দেখতে পায় ধোয়ায় গোটা সোনাতলা বাজার আচ্ছন্ন হয়ে রয়েছে৷ পরে মিষ্টির দোকানে আগুন দেখতে পায় এলাকাবাসী৷ খবর দেওয়া হয় দমকল কর্মীদের৷ দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *