ময়নাগুড়িতে ট্রেনের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

ময়নাগুড়ি, ২১ অক্টোবর (হি. স.) : জলপাইগুড়ির ময়নাগুড়ির বেতগাড়া রেল স্টেশনের কাছে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্রকাশ মণ্ডল। শুক্রবার ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো ধানখেতে কাজে গিয়েছিলেন ওই ব্যক্তি। রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ময়নাগুড়ি জিআরপি ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।