গুয়াহাটি, ১১ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির পার্শ্ববর্তী জোড়াবাটে সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন একজন। ঘটনা আজ মঙ্গলবার সকালে জোড়াবাট পুলিশ ফাঁড়ির সামনে ৩৭ নম্বর জাতীয় সড়কে দুৰ্ঘটনাটি সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তিকে এই খবর লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি।
জোড়াবাট থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে গুয়াহাটি থেকে সোনাপুর অভিমুখী ছয় চাকর একটি ট্ৰাকের ধাক্কায় মৃত্যু হয়েছে জনৈক পথচারীর। অভিশপ্ত ট্ৰাকের নম্বর এএস ০১ ইসি ০৯৬৫। ট্ৰাক সহ চালককে জোড়াবাট পুলিশ আটক করেছে।
ইতিমধ্যে পুলিশ নিহত ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।