Chess:এশিয়ান স্কুল দাবা শ্রীলঙ্কায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। এবছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ১৬তম এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা। ৩-‌১১ ডিসেম্বর হবে আসর। অনূর্ধ্ব-‌৭, ৯, ১১, ১৩, ১৫ এবং ১৭; বয়স ভিত্তিক ৬টি বিভাগে বালক এবং বালিকাদের হবে আসর। শ্রালঙ্কার কালুথেরাতে ৪ ডিসেম্বর হবে র‌্যাপিড দাবা প্রতিযোগিতা। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ক্লাসিক্যাল দাবা প্রতিযোগিতা। আসরে অংশ নেবে ভারতীয় দল। জাতীয় বয়সভিত্তিক স্কুল দাবায় সাফল্য পাওয়া দাবাড়ুদের নিয়েই গড়া হবে জাতীয় দল বলে জানা গেছে।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *