Buxnagar:দুর্গা মন্ডপে মোমের আগুনে দগ্দ হলেন এক গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷  চারিপাড়া এলাকায় বিজয়া দশমী উপলক্ষে এলাকার সুস্মিতা সরকার নামে ২৪ বছরের এক গৃহবধ দুর্গা মায়ের আশীর্বাদ নিতে মন্ডপে যান৷ এরই মধ্যে মোম চালাতে গিয়ে গায়ে আগুন লেগে অগ্ণিদগ্দ হয়ে গুরুতর আহত হন৷ পরিবারের লোকজনরা তাকে জিবি হাসপাতালে নিয়ে আসেন৷ চিকিৎসার জন্য বর্তমানে ওই গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *