Bishwa Bangla Sharad Samman:বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২ ঘোষণা কোচবিহার জেলা প্রশাসনের

কোচবিহার, ১ অক্টোবর (হি.স.) : বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২ ঘোষণা করল কোচবিহার জেলা প্রশাসন। শনিবার ষষ্ঠীর বিকেলে ল্যান্সডাউন হলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এদিন তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

প্রশাসনের বিচারে জেলার সেরা পুজোর শিরোপা পেয়েছে কোচবিহার নিউটাউন ইউনিট, দিনহাটার শহিদ কর্ণার দুর্গাপুজা কমিটি ও মাথাভাঙ্গা পচাগর আজাদ হিন্দ সংঘ। সেরা মণ্ডপের সম্মান পেয়েছে কোচবিহারের খাগড়াবাড়ি সর্বজনীন শারদ উৎসব কমিটি, দিনহাটার মদনমোহনবাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও তুফানগঞ্জ নিউটাউন ক্লাব। সেরা প্রতিমার শিরোপা পেয়েছে কোচবিহারের দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাব, কোচবিহারের গুড়িয়াহাটি ক্লাব ও মাথাভাঙ্গার উত্তরপাড়া ব্যবসায়ী কমিটি। সেরা সমাজ সচেতনতার সম্মান পেয়েছে কোচবিহারের নেহেরু নগর আদর্শ ক্লাব, দিনহাটার থানাপাড়া দুর্গাপুজা কমিটি ও দিনহাটার বলরামপুর রোড সর্বজনীন দুর্গাপুজা কমিটি।