মুম্বই, ১ অক্টোবর (হি.স.) : মুম্বই বিমানবন্দরে ৪৯০ গ্রাম কোকেন সহ এক বিদেশী মহিলাকে আটক করেছে শুল্ক দফতরের দল। কেনিয়া থেকে মুম্বইয়ে আসা এক বিদেশি মহিলা নিজের স্যান্ডেলে লুকিয়ে কোকেন নিয়ে এসেছিল। উদ্ধার করা কোকেনের মূল্য আনুমানিক আন্তর্জাতিক বাজারে ৪.৯ কোটি টাকা। মহিলাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করছে শুল্ক বিভাগ।
শনিবার শুল্ক বিভাগের সূত্রে জানা গিয়েছে, কেনিয়া থেকে মুম্বইতে মাদক আসার খবর আগেই পেয়েছিল, যার ভিত্তিতে শুল্ক দল ২৯ সেপ্টেম্বর মুম্বই বিমানবন্দরে নজরদারি করছিল। সন্দেহভাজন মহিলা, কেনিয়া থেকে মুম্বই পৌঁছেলে বিমানবন্দরে কাস্টমস কর্তারা হেফাজতে নেয়। তল্লাশির সময় মহিলার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি, তাই শুল্ক আধিকারিকরা সাবধানে তার স্যান্ডেল পরীক্ষা করে। এর পরে, মহিলার স্যান্ডেল থেকে ৪৯০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়।