চিনা দূতাবাসের বাইরে তিব্বতীদের বিক্ষোভ, প্রতিবাদীরা বললেন চিনকে থামাতেই হবে

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল অনেক দিন ধরেই, শনিবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। তিব্বতের স্বাধীনতার দাবিতে শনিবার দিল্লিতে চিনা দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখালেন তিব্বতী যুবক ও যুবতীরা। যদিও, পরিস্থিতি বেগতিক হতে দেখেই বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। রাস্তা থেকে কয়েকজন তিব্বতী যুবতীকে চ্যাঙদোলা করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ।

তিব্বতের যুবক-যুবতীরা এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে তিব্বতের স্বাধীনতার দাবিতে চিনা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কয়েকজনকে বলতে শোনা যায়, “আমরা দাবি করছি তিব্বতকে মুক্ত করা হোক এবং ভারত সরকার এই দাবিতে আমাদের সমর্থন করে। চিনকে থামাতেই হবে। ডিএনএ সংগ্রহ, হত্যা বন্ধ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *