ভালসাদ, ১ অক্টোবর (হি.স.): গুজরাটের ভালসাদ জেলায় বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি কন্টেনার ট্রাক। দমকলের ৫টি ইঞ্জিনের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও, কন্টেনার ট্রাকটিকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা যায়নি। শুক্রবার রাতে ভালসাদ জেলার মোতিওয়াড়া গ্রামের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কের ওপর একটি কন্টেনার ট্রাকে আগুন ধরে যায়। ওই কন্টেনার ট্রাকের ভিতরে শ্যাম্পু ও পারফিউমের বোতল ছিল।
দমকল অফিসার দিভ্যেশ প্যাটেল জানিয়েছেন, কন্টেনারে আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। কন্টেনার ট্রাকটি শ্যাম্পু ও পারফিউমের বোতল নিয়ে মুম্বই থেকে আহমেদাবাদ যাচ্ছিল। আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আগুন নেভাতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা লেগেছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।