কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): কখনও রোদ, কখনও আবার আংশিক মেঘলা আকাশ। শুক্রবার পঞ্চমীর সকালে এভাবেই ঘুম ভাঙল কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টির ভ্রূকুটির মধ্যেই আবহাওয়ার রুপ পরিবর্তনে মন খারাপ অনেকেরই। পুজোর দিনগুলিতে কী হয়, তা নিয়ে রয়েছে শঙ্কা। শুক্রবার সকালে আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। এদিন সামান্য একটু বেড়েছে কলকাতার তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৭.৪ ডিগ্রিতে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
এদিকে, পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে শনিবার রাতের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে শনিবার ষষ্ঠীর রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ তারিখ, সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। ৩, ৪ ও ৫-ই অক্টোবর অর্থাৎ মহাষ্টমী থেকে বিজয়া দশমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।