পাকিস্তানের বালুচিস্তানে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, দুই মেজর-সহ ৬ জন জওয়ানের মৃত্যু

বালুচিস্তান, ২৬ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ভেঙে পড়ল পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর দু’জন মেজর-সহ মোট ৬ জন সেনা জওয়ান। রবিবার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ৬ জন জওয়ানের মধ্যে দু’জন পাইলটও ছিলেন যারা প্রাণ হারিয়েছেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় শহিদ জওয়ানরা হলেন-মেজর মুহাম্মদ মুনীব আফজাল (৩০), মেজর খুররাম শাহ্জাদ (৩৯), সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), নায়েক জলিল (৩০), সিপাই মহম্মদ ইমরান (২৭) ও সিপাই শোয়েব (৩৫)। মাটিতে আছড়ে পড়ার পর হেলিকপ্টারে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *