নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। অভিনেত্রীকে এদিন ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত, ফের তাঁর রেগুলার জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২২ অক্টোবর। ২০০ কোটি টাকার অর্থ তছরুপ মামলায় জ্যাকলিনকে আদালত সমন পাঠিয়েছিল, সেই মতো সোমবার সকালে পাটিয়ালা হাউস কোর্টে তিনি হাজিরা দেন।
অর্থ তছরুপ মামলায় এদিন আদালতের জামিনের আবেদন জানান জ্যাকলিনের আইনজীবী। সেই আর্জির প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে জবাব তলব করেছেন অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দ্র মালিক। বিচারক জানিয়েছেন, ইডি-র জবাব না পাওয়া পর্যন্ত জ্যাকলিনের নিয়মিত জামিন আর্জি আদালতে বিচারাধীন থাকবে। পরে জ্যাকুলিনের আইনজীবীর অনুরোধে, আদালত ৫০,০০০ টাকার জামিন বন্ডে জ্যাকলিনকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ অক্টোবর।