নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ সিপিআইএম-কংগ্রেসের মিথ্যা ষড়যন্ত্র ও রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টার প্রতিবাদে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে যুব মোর্চার পক্ষ থেকে মিছিল সংঘটিত করা হয়েছে৷ শান্তির আহ্বান জানিয়ে খোয়াই শহরে সুবিশাল ও সুসজ্জিত বিক্ষোভ মিছিল করলো ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা৷ ভারতীয় জনতা যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয় বিজেপি খোয়াই মন্ডল কার্যালয় থেকে৷ এদিন এই বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে খোয়াই বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবক, শ্রমিক কৃষক নারী পুরুষ এসে জোর হয় মন্ডল কার্যালয়৷ মিছিলের পুরোভাগে থেকে মিছিলে পুরো পথ পায়ে হাঁটেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, বিজেপি যুব মোর্চার খোয়াই সভাপতি সত্যজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্বরা৷বিজেপি খোয়াই মন্ডল কার্যালয় থেকে মিছিল বের হয়ে এদিন মিছিলটি সুভাষপার্ক স্বামী বিবেকানন্দ সরণী, খোয়াই সুভাষপার্কের মূলশহর, হাসপাতালচৌমুনী, বনকর, পুরান বাজার, লালচড়া পথ পরিক্রমা করে পুনরায় মন্ডল কার্যালয়ের সামনে সমাপ্ত হয়৷ বিজেপি মন্ডল সভাপতি জানান,মিছিল মিটিং এর নাম করে বামপন্থীরা রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার প্রয়াস নিয়েছে৷ বামপন্থী নেতৃত্বরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করে উস্কানিমূলক বক্তব্য রাখেন৷ বাম নেতৃত্বদের উস্কানিমূলক বক্তব্য শুনে হেলমেট পরে হেলমেট বাহিনী লালঝান্ডাকে ডান্ডা বানিয়ে শান্তি-শৃংখলা বিনষ্ট করছে রাজ্যের প্রতিটি প্রান্তে৷ বামপন্থীদের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার প্রয়াসকে ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়ে এদিনের প্রতিবাদ মিছিল৷ পাশাপাশি রাজ্য সরকার প্রতিশ্রুতি অনুসারে সামাজিক ভাতা ২০০০ টাকা করা হয়েছে, টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগের সিদ্ধান্তকে ধন্যবাদ জানায়৷
2022-09-25