Assembly Session Update : ত্রিপুরায় আইন-শৃংখলার অবনতির অভিযোগে বিধানসভায় হৈ-হট্টগোল বিরোধীদের, ওয়াকআউট

আগরতলা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় আইন-শৃংখলার অবনতি হয়েছে অভিযোগে আজ বিধানসভায় সরকারপক্ষকে চেপে ধরতে চেয়েছিলেন বিরোধীরা। তাই, মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি তুলেছিলেন তাঁরা। কিন্তু, অধ্যক্ষ  বিরোধীদের উত্থাপিত মুলতবি প্রস্তাবে অসম্মতি জানানোর ফলে তাঁরা জরুরী ভিত্তিতে আলোচনার জন্য সরব হন। তাতেও অধ্যক্ষের অসম্মতি দেখে বিরোধীরা বিধানসভায় প্রতিবাদে হৈ হট্টগোল শুরু করেন। ওয়েলে নেমে বেশ কিছুক্ষণ শ্লোগান দিয়ে তাঁরা বিধানসভা অধিবেশন ওয়াকআউট করে বেড়িয়ে যান। তাতে, ট্রেজারী বেঞ্চের সদস্যরা ফোঁড়ন কেঁটে বলেন, বাম আমলে অসংখ্য খুন-সন্ত্রাসের জবাব দিতে ব্যর্থ সিপিএমের বিধায়করা এখন অযথা বিধানসভার মূল্যবান সময় নষ্ট করছেন।

আজ শুক্রবার ত্রিপুরায় বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়েছে। দুইদিনের এই অধিবেশন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আজ প্রথম দিনেই প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগেই বিরোধী দলের মুখ্য সচেতক তপন চক্রবর্তী আইন-শৃংখলা নিয়ে মুলতবি প্রস্তাবের বিষয়ে অধ্যক্ষ রতন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেন। অধ্যক্ষ সাফ জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই ওই প্রস্তাব খারিজ করা হয়েছে। 

তাতে, তপন বাবু জরুরী ভিত্তিতে আলোচনার দাবি জানান এবং গত ১৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কাছে ৯ দফা দাবি পেশ করতে যাওয়ার সময় পুলিশের জল কামান ও টিয়ার গ্যাস প্রয়োগের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর বলে বিষয়টির গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। কিন্তু, অধ্যক্ষ এই মুহুর্তে ওই বিষয়ে আলোচনার জন্য সুযোগ দেওয়া সম্ভব নয় সাফ জানিয়ে দেন এবং প্রশ্নোত্তর পর্ব শুরু করেন।

অধ্যক্ষের ভূমিকায় চরম অসন্তুষ্ট হয়ে এবং প্রতিবাদে বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং শ্লোগান দেন। মুহুর্তের মধ্যে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠে। কারণ, উল্টো দিক থেকে ট্রেজারী বেঞ্চের সদস্যরাও বাম আমলে খুন-সন্ত্রাসের হিসেব দিতে বলেন বিরোধীদের। ট্রেজারী বেঞ্চের সদস্য অরুণ চন্দ্র ভৌমিক বিরোধীদের আচরণে এতটাই উত্তেজিত হয়ে যান, তিনি চেয়ার ছেড়ে ওয়েলের দিকে তেড়ে যাচ্ছিলেন। তখন ট্রেজারী বেঞ্চের অন্য সদস্যরা তাঁকে বুঝিয়ে শান্ত করেন।এদিন বিরোধীদের হৈ হট্টগোলের মাঝেই অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করে দেন। কিন্তু, বিরোধীদের টানা শ্লোগানে অধিবেশন পরিচালনা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছিল। এভাবে কিছুটা সময় শ্লোগান দিয়ে তাঁরা ওয়াকআউট করে বেড়িয়ে যান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *