লামডিং (অসম), ২১ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষে লামডিং পুলিশের জালে পড়েছে দিব্যাঙ্গ নাবালকের ধৰ্ষক। লামডিঙের ওসি চন্দনজ্যোতি বরার নেতৃত্বে পুলিশের দল মঙ্গলবার রাতে মুড়াবস্তিতে হানা দিয়ে আটক করেছে নাবালকের ওপর শারীরিক নিৰ্যাতনকারী দীপক গৌর নামের অভিযুক্তকে।
গত ৯ সেপ্টেম্বর দীপক গৌরের কামনার বলি হয়েছিল ১৫ বছর বয়সি বিশেষভাবে সক্ষম এক কিশোর৷ লামডিঙের হাতিখুলি এলাকার দীপক গৌর নামের এক পাষণ্ড নাকি তার প্রতিবেশী কিশোরকে খেলার অজুহাতে গোপন স্থানে নিয়ে যৌন নিৰ্যাতন করে পালিয়ে গা ঢাকা দিয়েছিল। ঘটনার পর কিশোরটির বাবা লামডিং থানায় এক এফআইআর দায়ের করেছিলেন। এফআইআর-এর ভিত্তিতে মামল রুজু করে অভিযুক্ত দীপক গৌরের সন্ধানে তালাশি-অভিযান শুরু করে৷ অবশেষে গতরাতে অভিযুক্ত দীপককে আটক করে পুলিশ। পরে জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।