Accident:ধর্মনগরে রেল কাটা পড়ে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর :  পরপর দুদিন ধর্মনগরে রেলে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ প্রথম ঘটনাটি ১৭ সেপ্ঢেম্বর  শনিবার সকাল সাড়ে পাঁচটায়৷ ধর্মনগর থেকে শিলচরের উদ্দেশ্যে প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির৷  আগরতলার বনমালীপুরের ১৯ নং ওয়ার্ডে তাঁর বাড়ি৷ মৃতের নাম অভিজিৎ বণিক৷ মৃত ব্যক্তির বয়স ৫৫ বছর৷ ভুলক্রমে ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেন ভেবে উঠে যায়৷ যেই মাত্র ধর্মনগর শিলচরের প্যাসেঞ্জার ট্রেনটি ধর্মনগর প্ল্যাটফর্ম অতিক্রম করে উল্টা দিকে যেতে শুরু করে তখন তড়িঘড়ি করে বিভ্রান্ত হয়ে অভিজিত বাবু ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে যায় এবং কোন একটা কিছুতে ধাক্কা খেয়ে রেলের নিচে চলে যায়৷ ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে৷ অপর ঘটনাটি ১৮ তারিখ  শনিবার রাত আনুমানিক আড়াইটায়৷ আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে যে এক্সপ্রেস ট্রেনটি যায় তাতে ধর্মনগরের রেল স্টেশনের বাইরে ১০৯ নম্বর ব্রিজের কাছে বাইকসহ ৩০ বছরের সনেন্দু কিরণ দেবনাথ ঝাঁপ দেয়৷   মৃতদেহটি ধর্মনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ৷ জানা গেছে, সনেন্দু কিরণ দেবনাথ এর বাড়ি ধর্মনগরের জেল রোড এলাকার ২৪ নং ওয়ার্ডে৷ তার বাবা সাধন দেবনাথ পেশায় একজন সরকারি শিক্ষক৷ ছেলে ড্রাগস আসক্ত থাকায় রাতে তাকে বাড়িতে গালিগালাজ করলে, সে বাইক নিয়ে বের হয়ে পড়ে৷ পরদিন সকালে রেললাইন থেকে তার মৃতদেহ উদ্ধার হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *