উত্তর ২৪ পরগণা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : বিশ্বকর্মা পুজোর দিনই বিপদ। টিটাগড়ে স্কুল চলাকালীন বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলবাড়ির ছাদ উড়ে যায়। বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে, এমনই জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বারাকপুর কমিশনারেটের পুলিশের তদন্তকারী দল।
শনিবার ১১টা নাগাদ ক্লাস চলছিল টিটাগড়ের সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে। আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণের তীব্র আওয়াজ পান শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। তার জেরে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। ছড়িয়ে পড়ে আতঙ্কও। দেখা যায় স্কুলের ছাদে সিঁড়ির অংশে বিস্ফোরণ ঘটেছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ পৌঁছয়। বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করা হয়। ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি বোমা স্কুলেই মজুত করা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘন বসতিপূর্ণ এলাকায় ওই স্কুল। সেখানে কারা বিস্ফোরণ ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে।
খালেদ তৈয়ব নামে ওই স্কুলের এক শিক্ষক বলেন, ‘‘খুব জোরালো আওয়াজ হয়েছে। সেই সময় আমরা স্টাফ রুমে বসেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে বোমা পড়েছে। এর পর বাইরে বেরিয়ে দেখি স্কুলের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পর আমরা ছাদে এসে দেখি সেখানে বোমা পড়েছে। আশপাশে স্প্লিন্টার ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। সে সব পুলিশ সংগ্রহ করেছে। টিফিনের সময় ওই বিস্ফোরণ ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।’’