নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন। জন্মদিনে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন মোদী। শুভেচ্ছা বার্তা পাঠানোর মধ্যে রয়েছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামাও।
দলাই লামা এদিন টুইট করে জানিয়েছেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন উপলক্ষে আমি তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা জানিয়েছি।” উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিরোধী শিবিরের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মোদীর সুস্বাস্থ্য কামনা করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। এছাড়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্যের কামনা করেছেন।

