মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): পূর্বাভাস ছিলই সেই মতো ভারী বৃষ্টিতে ভিজল মহারাষ্ট্রের বিভিন্ন জেলা। শুক্রবার মহারাষ্ট্রের পুণে, পালঘর ও থানে জেলায় ভারী বৃষ্টিপাত হয়। অবিশ্রান্ত বৃষ্টির ফলে পুণের মুলা মুঠা নদীর জলস্তর বেড়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মুম্বই-আহমেদাবাদ হাইওয়ে।
শুক্রবার প্রবল বেগে বৃষ্টি হয় থানে জেলায়। থানে স্টেশনে বেশ কিছু রেললাইন জলের তলায় ডুবে যায়। ভারী বৃষ্টিপাত হয় পুণে-তেও। মহারাষ্ট্রের পালঘর জেলাতেও এদিন ভারী বৃষ্টি হয়। ভাসাইয়ের সাসুনাভঘরে মুম্বই-আহমেদাবাদ হাইওয়ে জলের তলায় ডুবে যায়।