Mamata Banerjee:সাংসদ-বিধায়কদের পুজোয় এলাকায় থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

পূর্ব মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবাইকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির প্রশাসনিক বৈঠক থেকে পুজোর সময় নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি বিধায়ক ও সাংসদদেরও কড়া বার্তা দিয়েছেন মমতা।

পুজোর সময় টানা ছুটি থাকায় সেই সময় বেড়াতে যান অনেকেই। আর সেই তালিকায় থাকেন অনেক বিধায়ক ও সাংসদও। এবার তাঁদের উদ্দেশ্যে প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, “আবহাওয়া খারাপ থাকলে অফিসারদের উচিত এলাকায় থাকা। পুজোর রুটিন এখন থেকেই সবাই করে নিন। আমাদের অনেক সাংসদ ও বিধায়ক রয়েছেন, যাঁরা পুজোর সময় বাইরে বেড়াতে চলে যান। পুজোর সময় কোনও বিপদ হলে কে দেখবে? আমি জীবনে কলকাতা ছাড়ি না। কারণ সেই সময় অনেক মানুষ বাইরে থেকে আসেন, আমার নিজের রাজ্যের মানুষও রয়েছেন। তখন কোনও বিপদ হলে কে দেখবে?”

সেই সঙ্গে বিধায়ক ও সাংসদদের মানবিক হওয়ার জন্যও পরামর্শ দিয়েছেন মমতা। তিনি বলেন, “বিপদে যদি মানুষের পাশে না থাকেন তাহলে কেউ গুরুত্ব দেবে না। রাজনীতিক ও প্রশাসকের বড় কাজ হল যোগ্য মানুষ হওয়া। মানুষের পাশে দাঁড়ানো। প্রয়োজনে কঠোর হতে হবে, আবার কখনও নরম হতে হবে। কেউ যদি অন্যায় করে তাহলে তাঁকে যেমন বকবেন, তেমনই কেউ যদি খেতে না পান তাহলে তাঁকে গিয়ে চাল দিয়ে আসবেন। নিরাপত্তার বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন।”

পুজোর আগে বড় উদ্যোগ৷ কোনওরকম দুর্ঘটনা যাতে না হয়,সেই বিষয়টি সুনিশ্চিত করতে জোর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘রাফ ড্রাইভিং’ এড়াতে মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ। যেগুলো দুর্ঘটনাপ্রবণ (‘ব্ল্যাকস্পট’), সেখানে সতর্কতামূলক বার্তা (‘ড্রাইভ স্লো’) লেখা থাকবে। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফের পরেও কেন এত দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির কথা বলেছেন মমতা।