অসমের লংকায় বাজেয়াপ্ত ৭৮ বস্তা বাৰ্মিজ সুপারি, আটক চার

হোজাই (অসম), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : মধ্য অসমের হোজাই জেলার অন্তর্গত লংকার উদালি বামুনগাঁওয়ে পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছে ৭৮ বস্তা অবৈধ বাৰ্মিজ সুপারি। একটি মিনি ট্রাকে ধানের বস্তার ফাঁকে ফাঁকে বার্মিজ সুপারির বস্তাগুলি নিয়ে আসা হচ্ছিল। সে সময় বামুনগাঁও এলাকায় লংকা ও উদালি পুলিশের অভিযানে সুপারিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। বার্মিজ সুপারিগুলি হাইলাকান্দি থেকে ডবকায় পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। বার্মিজ সুপারি পাচারের অভিযোগ চারজনকে পুলিশ আটক করেছে্।

আজ মঙ্গলবার লংকা থানার পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার গভীর রাতে এএস ০২ সিসি ৯০২৯ নম্বরের এখন মিনি ট্ৰাকে বোঝাই করে নিয়ে আসা হচ্ছিল বার্মিজ সুপারিগুলি। এর সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালক নজরুল ইছলাম এবং অন্য তিনজন যথাক্ৰমে নুরুল হক, আব্দুল সালাম ও নরুল হককে।
আটক সকলের বাসা হোজাই জেলার ডবকার গণিপুরে বলে জানিয়েছে পুলিশ।