ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার এন এস আর সি সি-র জুডো হলে আগরতলা পুর নিগম ভিত্তিক জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৫৭ জন বালক বালিকা অনুর্ধ ১৪, ১৭ ও ১৯ বিভাগে অংশগ্রহন করেছে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম এন আই এস জুডো কোচ রীনা ঘোষ, শারীর শিক্ষক মানিক লাল দেব, ডুকলী ও পুর নিগম স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পরিতোষ ভৌমিক ও অশোক পাল প্রমুখ। এই আসর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিচারক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আগরতলা পুর নিগম স্কুল স্পোর্টস বোর্ডের সচিব অশোক পাল।
2022-09-12

