ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। জাতীয় সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা হবে মহারাষ্ট্রে। এ মাসের শেষ সপ্তাহে আসর হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার মুম্বাইয়ের একটি হলে হয় হ্যান্ডবল ফেডারেশনের সভা। ফেডারেশনের সভাপতি দ্বিগবিজয় সিং চৌটালার সভাপতিত্বে। সভায় ২০২২-২৩ সালের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। ওই ক্যালেন্ডারে প্রথম আসর রাখা হয়েছে সিনিয়র বিভাগে। মুম্বাই সভায় অংশ নিয়েছিলেন রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায়। মুম্বাই থেকে ওই খবর জানিয়েছেন তিনি। রাজ্য সংস্থার সচিব আশা করেন, সিনিয়র আসরে অংশ নেবে ত্রিপুরাও।
2022-09-12