Weightlifting:ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং আসর সম্পন্ন : পশ্চিম সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। রাজ্য সেরা পশ্চিম জেলা। সিপাহীজলা জেলাকে পেছনে ফেলে। আসরে মোট ২৭০ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে পশ্চিম জেলা। ১৯৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে সিপাহীজলা জেলা। দুই ইভেন্টের রাজ্য আসরে। রাজ্য ভারোত্তোলন এবং শক্তিত্তোলন প্রতিযোগিতা শেষ হয় রবিবার গভীর রাতে। এন এস আর সি সি-‌র ভারোত্তোলন হলে হয় আসর। এবারের আসরে দুটি নতুন রেকর্ড হয়। প্রতম রেকর্ডটি হয় সাব জুনিয়র বালিকা বিভাগে। রেকর্ডটি করেন দক্ষিণ জেলার সঞ্জীতা চৌধুরি। অপর রেকর্ডটি হয় সিনিয়র মহিলা বিভাগে। ৪৯ কে জি বিভাগে সিপাহীজলা জেলার রঙ্গাদেবী দেববর্মা রেকর্ড করেন। আসরে ভারোত্তোলনের দলগত ইভেন্টের সাবজুনিয়র বালক বিভাগে দক্ষিণ জেলা, সিপাহীজলা জেলা, বালিকা বিভাগে পশ্চিম জেলা, গোমতি জেলা, জুনিয়র বালক বিভাগে উত্তর জেলা, দক্ষিণ জেলা, জুনিয়র বালিকা বিভাগে পশ্চিম জেলা, উত্তর জেলা, সিনিয়র পুরুষ বিভাগে সিপাহীজলা জেলা, পশ্চিম জেলা, মহিলা বিভাগে সিপাহীজলা জেলা, পশ্চিম জেলা, শক্তিত্তোলনের সাবজুনিয়র বালক বিভাগে গোমতি জেলা, পশ্চিম জেলা, বালিকা বিভাগে পশ্চিম জেলা, গোমতি জেলা, জুনিয়র বালক বিভাগে পশ্চিম জেলা, উত্তর জেলা, বালিকা বিভাগে পশ্চিম জেলা, গোমতি জেলা, সিনিয়র পুরুষ বিভাগে পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা এবং মহিলা বিভাগে পশ্চিম জেলা ও উত্তর জেলা যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে। খেলা শেষে রাতেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দুই সংস্থার সচিব নারায়ন চন্দ্র দেবনাথ এবং দুলাল কর্মকার। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায সকলকে ধন্যবাদ জানিয়েছেন দুই সংস্থার কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *