ব্লাড মাউথ – ২
স্কাইলার্ক -১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। অপরাজয়ের ধারা অক্ষুণ্ন ব্লাডের। স্কাইলার্কের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ব্লাড মাউথ ক্লাব। টিএফএ আয়োজিত চলতি তৃতীয় ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টে ব্লাডমাউথের পক্ষে এটি প্রথম জয় হলেও তারা আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে। কেননা, প্রথম ম্যাচে এনএসআরসিসি-র সঙ্গে ব্লাড মাউথ ম্যাচ গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি করে এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছিল। আজ নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে বিকেল তিনটায় দিনের দ্বিতীয় খেলায় ব্লাড মাউথ ক্লাব দুই-এক গোলের ব্যবধানে স্কাইলার্ককে পরাজিত করেছে। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্থে বীরদর্পে ১৯ মিনিটের ব্যবধানে পরপর দুটি গোল করে ব্লাডমাউথ দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়। খেলার প্রথমার্ধে স্কাইলার্কের স্যামুয়েল হালাম একটি গোল করে দলকে এক-শূন্য তে লিড এনে দিলেও শেষ পর্যন্ত স্কাইলার্ক এই জয় ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্লাড মাউথ অনেকটা অলআউট খেলার চেষ্টা করে এবং ৫৩ মিনিটের মাথায় সাঙ্গেলা ডার্লং প্রথমার্ধের গোলটি শোধ করে খেলায় সমতায় ফিরিয়ে আনে। পরক্ষণে বেশ জমজমাট লড়াই চলতে থাকলেও খেলার ,৭২ মিনিটের মাথায় রবিউল আউয়াল-এর গোলটি শেষ পর্যন্ত জয় সূচক গোলের রূপ নেয়। খেলার প্রথমার্ধেই রেফারি দু দলের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। দুই-এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে ব্লাড মাউথ পুরো ৩ পয়েন্ট পেয়েছে। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়ে ব্লাড মাউথ গ্রুপ লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।