ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয় পেয়েছে ডলুবাড়ী ইয়ুথ ক্লাব। হারিয়েছে দামছড়া চরাই বুং দলকে, দুই-এক গোলের ব্যবধানে। খেলা পানিসাগরের ফুটবল টুর্নামেন্ট, এখন বেশ জমজমাট পর্যায়ে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল দুই-এক গোলে এগিয়েছিল। খেলার শুরুতে এক গোল হজম করে পরক্ষণে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে ডলুবাড়ি ইয়ুথ ক্লাব যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। খেলার পাঁচ মিনিটের মাথায় রাজসায়ন চৌধুরী একটি গোল করে দামছড়া চরাই বুং দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। কিন্তু ১০ মিনিট বাদেই ডলুবাড়ি ইয়ুথ ক্লাবের লালরাম সাংগা গোলটি শোধ করে খেলার সমতা ফিরিয়ে আনে। পরক্ষণে কিছুটা সময় অতিক্রম হতে না হতেঊ ডলুবাড়ি ইয়ুথ ক্লাবের লাল রেম রুয়াতা আরও একটি গোল করে দলকে ২-১এ এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে পরস্পর বিরোধী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও কোনও দল গোল করতে পারেনি। সম্পূর্ণ খেলা হয়েছে বৃষ্টির মধ্যে। তবে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবশেষে ডলুবাড়ি ইয়ুথ ক্লাব ২-১ গোলে জয় পেয়েছে।
2022-09-12

