বাজারিছড়া (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : প্রায় ছয় ঘণ্টার মাথায় অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তে চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের তালাশি অভিযানে আরও ৬৫ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হয়েছে। এ নিয়ে আজ সোমবার মোট ৯৫ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত করেছে অসমের চুড়াইবাড়ি পুলিশ।
ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, আজ সকাল ৮.৩০ মিনিট নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটিগামী এনএল ০১ এএ ৪৯৭৬ নম্বরের একটি ছয় চাকার কন্টেইনারের ড্রাইভিং সিটের পাশে একটি গোপন খোপ থেকে ৩০ প্যাকেটে ২ কুইন্টাল ৭৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন তাঁরা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজনকে। এর পর বেলা ২:০০টা নাগাদ একটি সবজি বহনকারী এএস ০১ সি ৮৩৩৯ নম্বরের চার চাকার ক্যান্টার গাড়িতে তালাশি চালিয়ে বিপুল পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত ক্যান্টারটি খালি ছিল। ত্রিপুরায় সবজি আনলোড করে ফিরছিল। গাড়িটি ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে অসমের চুড়ইবাড়ি গেটে এসে কর্তব্যরত পুলিশ কর্মীদের সিগন্যাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে আটক করলেও চালক ও সহ-চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে।
পুলিশ অফিসার জানান, ক্যান্টারে সবজির খালি খাঁচা থেকে উদ্ধার হয়েছেে ১০ কেজি গাঁজার ৫২ প্যাকেট, ৫ কেজির ২০ প্যাকেট এবং ৩ কেজির ১১ প্যাকেট গাঁজা। মোট ৬ কুইন্টাল ৫৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজাগুলির বাজারমূল্য ৬৫ লক্ষ টাকার বেশি হবে, জানিয়েছেন পুলিশ অফিসার নিরঞ্জন দাস।