বাজারিছড়া (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তে চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের তালাশি অভিযানে আরও ৩০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে কন্টেইনার গাড়ির চালক ও সহ-চালককে।
গত কয়েকদিন ধরে পুলিশি নাকা চেকিঙে দফায় দফায় রেকর্ড পরিমাণের গাঁজা উদ্ধার হচ্ছে বাজারিছড়ার চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে। অনুরূপভাবে আজ সোমবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটিগামী এনএল ০১ এএ ৪৯৭৬ নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার লরি ত্রিপুরার সব কয়টি থানা ও পুলিশ চেকপোস্ট অতিক্রম করে অসমের চুড়াইবাড়ি চেকগেটে প্রবেশ করে।
ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে কর্তব্যরত নাকা চেকিংঙের পুলিশ কর্মীরা লরিতে তালাশি চালান। তালাশিতে কন্টেইনারের ড্রাইভিং সিটের পাশে একটি গোপন খোপ থেকে ৩০ প্যাকেটে ২ কুইন্টাল ৭৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত গাঁজাগুলির বাজারমূল্য ৩০ লক্ষ টাকার বেশি হবে বলে জানিয়েছেন পুলিশ অফিসার নিরঞ্জন দাস।
তিনি জানান, গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কন্টেইনারের চালক ও সহ-চালককে। তাদের যথাক্রমে বিহারের আত্মালাগা থানাধীন কল্যাণপুরের পঙ্কজ রায় (২৪) এবং একই এলাকার বাহাদুরপুর গ্রামের মনীষকুমার যাদব (২০) বলে পরিচয় পাওয়া গেছে। ধৃতদের বিরুদ্ধ এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান নিরঞ্জন দাস।